চোরাবালি by (পিনুরাম) পর্ব তিন। সানাইয়ের সুর (#3-#13)

হাবড়া পৌঁছাতে পৌঁছাতে মুষলধারে বৃষ্টি নেমে আসে। লেখার সঙ্গে ছাতা ছিল, কিন্তু বাইকে বসে ছাতা নিয়ে বাইক চালান অসম্ভব। বৃষ্টি না থামা পর্যন্ত একটা দোকানে ওদের আশ্রয় নিতে হয়। এর মাঝে দুইবার ঝন্টুর ফোন, একবার মনামির ফোন আসে। অভির ইচ্ছে ছিল, লেখাকে তার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে রাতের মধ্যেই বাড়ি ফিরে আসবে। বৃষ্টি পুরোপুরি থামেনি, এদিকে রাত হয়ে যাচ্ছে দেখে অল্প বৃষ্টির মধ্যেই লেখা অভিকে বলে, যে ওদের বেড়িয়ে পরা উচিত। ইলশেগুঁড়ি বৃষ্টি, বিশেষ গায়ে লাগবে না, সেই ভেবেই আবার যাত্রা শুরু করতে চায় দেয় অভি। আসলে সেদিন, লেখার খুব বৃষ্টিতে একটা বাইকে বসে ফাঁকা রাস্তায় ভিজতে ইচ্ছে করছিল। প্রেমঘন কপোত কপোতীর মতন ইলশেগুঁড়ি বৃষ্টিতে, লেখা অভিকে পেছন থেকে জাপটে ধরে সারাটা রাস্তা চুপচাপ বসেছিল। ভিজে জামা উপেক্ষা করে, অভির প্রসস্থ পিঠ, লেখার সুগোল কোমল স্তন জোড়ার সম্পূর্ণ উত্তাপ অনুভব করতে পেরেছিল।

ওদের বসিরহাট পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে রাত আট’টা বেজে যায়। বৃষ্টি বাদলার দিন, লেখার বাড়ির লোক কিছুতেই অভিকে এইভাবে ছাড়তে নারাজ। বাইরের দিকে একবার তাকিয়ে দেখে নেয় অভি। মেঘ পুরোটা কাটেনি কিন্তু বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে। একদম অচেনা বাড়ি, ঠিক ভাবে কাউকেই চেনে না, তাই অভি চাইছিল রাত হলেও বাড়ি ফিরে যাবে। একা মানুষ, বাইকে রাত হলেও অসুবিধে হবে না ফিরতে। বসার ঘরে চুপ করে বসে ছিল অভি। এই বাড়িতে সেই ঝন্টুর বিয়ের সময়ে এক বার এসেছে। উঁকি মেরে লেখার কামরার দিকে চোখ পড়তেই সেই পুরানো দিনের কথাটা মনে পরে যায় আর মনে মনে হেসে ফেলে।

বেশ কিছু পরে, লেখা বসার ঘরে ওর জন্য চা নিয়ে ঢুকে বলে, “কি হল জামা কাপড় ছাড়ো, এইভাবে বসে থাকবে নাকি?”
জানালার বাইরে দেখিয়ে বলে, “বৃষ্টি ধরে গেছে ত, বেড়িয়ে পরি বুঝলে। জাস্ট দু ঘন্টার মতন লাগবে। এগারোটার মধ্যে মধ্যমগ্রাম পৌঁছে যাবো।”
লেখা ঝাঁঝিয়ে ওঠে, “তুমি পাগল হয়েছ নাকি, এই দুর্যোগের রাতে আমি কেন তোমাকে একা ছাড়ব, বলতে পারও? কেন কেন, দাদার শ্বশুর বাড়িতে থাকতে নেই নাকি?”
মাথা চুলকায় অভি, “না মানে সেই রকম কিছু নয়, বড়মা চিন্তা করবে।”
হেসে ফেলে লেখা,  “পিসিমার সাথে কথা হয়ে গেছে, দিদিকেও বলে দিয়েছি যে আজকে রাতে তুমি এইখানেই থাকবে।”
অভি মাথা চুলকে উত্তর দেয়, “তুমি দেখছি আগে থেকেই প্লান করে রেখেছ আমাকে আটকানোর।”
লেখা হেসে ফেলে, “তুমি বুঝবে না এসব, যতহোক শ্বশুর বাড়ির লোক। যাই হোক, দাদার একটা বারমুডা আর একটা টি শারট, বাথরুমে তোমার জন্য রেখে দিয়েছি। তোমার আন্ডার গারমেন্টস গুলো খুলে রেখো, আমি মেলে দেব খানে কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে।”
মাথা নিচু করে কুর্নিশ করে হেসে ফেলে অভি, “যথাআজ্ঞা দেবী চৌধুরানী।”

ওর আপ্যায়ন একটু মাত্রা ছাড়িয়ে যায় সেদিন, মেয়ের শ্বশুরবাড়ির লোক, তাতে আবার অভিনন্দনের মতন ছেলে। আত্মীয় সজ্জনের মধ্যে, অভি আর মনামির বেশ সুনাম, পড়াশুনায় খুব ভালো, তবে এই খুড়তুতো জ্যাঠতুতো মামাতো পিসতুতো ভাই বোনেদের মধ্যে খুব বদনাম, তার কারন স্কুলে কলেজে রেসাল্ট বের হওয়ার সাথে সাথেই এই দুজনার সাথে বাকিদের সমালোচনা করা হত এবং অনেকে মারও খেত। রাতের খাবারের ব্যাবস্থা এলাহি। ভাপা ঈলিশ, কষা মাংস, কাতলার মুড়ো ইত্যাদি। অভি এত কিছু খায় না, কিন্তু দাদার শ্বশুর বাড়ি বলে কথা, বহু কষ্টে অনেক কিছু খেয়ে পেট আইঢাই হয়ে গেল ওর। রাতে অভির শোয়ার ব্যাবস্থা হল, লেখার দাদার সাথে। এতটা রাস্তা বাইক চালিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল অভি, বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুম চলে আসে।

সাধারণত এক বার ঘুম দিলে সেই সকালেই ঘুম ভাঙ্গে। তবে সেদিন কোন এক কারনে, হটাত করেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়। মাথার কাছেই মোবাইল ছিল, সেটা খুলে দেখল, রাত একটা বাজে। কান পেতে শুনলে জানালায় বৃষ্টির ঝাপটার আওয়াজ শোনা যায়। পাশেই লেখার দাদা, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এতক্ষন অভি ঘুমিয়েছিল তাই এই ভীষণ নাসিকা গর্জন ওর কর্ণ কুহরে প্রবেশ করেনি, কিন্তু এই নিঝুম রাতে সেই নাসিকা গর্জন, সমুদ্রের গর্জনের মতন বোধ হল ওর। টেবিলেই ওর মোবাইলের পাশে সিগারেটের প্যাকেটটা পড়েছিল। সিগারেট আর লাইটার নিয়ে ঘর ছেড়ে বেড়িয়ে এলো। লেখার কামরার পাশ দিয়েই ছাদে যাওয়ার রাস্তা। লেখার কামরার দরজা বন্ধ, একটু কান পাতলে খিলখিল হাসির শব্দ শোনা যায়, নিশ্চয় ঝন্টুদার সাথে গল্প করছে। চুপচাপ সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। বৃষ্টির জন্য খোলা ছাদে গিয়ে আর সিগারেট ধরাতে পারল না তাই অগত্যা দরজায় দাঁড়িয়েই সিগারেট ধরাতে হল। সিগারেট টানতে টানতে এলোমেলো অনেক কিছুই মাথার মধ্যে ঘোরাফেরা করে।

কাঁধে আলতো নরম হাতের ছোঁয়ায় সম্বিত ফিরে আসে অভির, “তুমি ঘুমাও নি?” পেছনে দাঁড়িয়ে লেখা।
মাথা নাড়ল অভি, “হটাত ঘুম ভেঙ্গে গেল, কিন্তু তুমি জেগে  কেন?”
বাইরে বৃষ্টি, জলো ঠান্ডা হাওয়া, তাই লেখা সরে আসে অভির পাশে, “এই এতক্ষন ওর সাথেই গল্প করছিলাম। খুব টায়ার্ড ছিল আজকে জানো।” বলেই কেমন যেন হারিয়ে গেল।

লেখার দিকে তাকিয়ে দেখে অভি। এই আলো আঁধারে ভীষণ ভাবে লোভনীয় হয়ে ওঠে তীব্র আকর্ষণীয় লেখা। পরনে একটা হাল্কা গোলাপি নাইটি, কাঁধে পাতলা দুটো স্ট্রাপে বাঁধা কোনমতে। সামনের দিকটা ভীষণ ভাবেই কাটা, সুগোল স্তন জোড়া উপচে বেড়িয়ে আসার মতন। নাইটির ভেতরে যে লেখার অঙ্গে একটাও সুতো নেই সেটা বুঝতে অসুবিধে হয় না অভির। পাতলা নাইটি ফুঁড়ে সামনে দিকে ভীষণ ভাবে উঁচিয়ে স্তনের দুই বোঁটা, যেন হাতছানি দিয়ে ওকেই ডাকছে। চোখ নেমে যায়, সরু কোমরে, ছোট গোল পেটের সাথে লেপটে রয়েছে ইতর নাইটিটা, তারপরে ফুলে উঠেছে দুই সুগোল নিতম্ব। একটু শয়তানি করেই যেন নাইটির কাপড় আটকে গেছে দুই পুরুষ্ঠু ঊরুর মাঝে। অসভ্যের মতন জানান দিচ্ছে ফোলা কোমল যোনির অস্তিত্ব। অভির শ্বাস থেমে যায় ক্ষনিকের জন্য, শিরায় শিরায় জ্বলে ওঠে দামাল আগুন।

লেখার লোভনীয় শরীর থেকে চোখ সরাতে অক্ষম। মাথা চুলকে অভি বলে, “কয়েকদিন পরে ত এসেই যাবে।”
লেখা স্মিত হেসে বলে, “হুম।” উত্তরটা কেমন যেন আনমনা। অভির লাভা ময় দৃষ্টি যে ওর দেহের ভাঁজে ভাঁজে ঘুড়ে বেড়াচ্ছিল সেটা টের পায়নি। আনমনা হয়েই খোলা ছাদের দিকে এগিয়ে যায় দুহাত মেলে।
শিরার মাঝে উষ্ণ রক্তের দামাল নাচন কাটাতে আরো একটা সিগারেট ধরায়।

হটাত দেখে লেখা, খোলা ছাদে, খোলা আকাশের তলায়, ঝিরিঝিরি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে, “এই কি করছ, জ্বর হবে ত।” হাত বাড়িয়ে লেখার কোমল কবজি কঠিন মুঠোর মধ্যে করে নেয়।
হাত ছাড়াতে একটু চেষ্টা করে লেখা, কিন্তু অভির মুঠো শক্ত করে ধরে থাকায় নিজেকে মুক্ত করতে পারে না। নাক কুঁচকে খিলখিল করে হেসে ওঠে ওর দিকে। ছপাং করে জলের মধ্যে ওর দিকেই পা নাচিয়ে জল ছিটিয়ে বলে, “কিছু হবে না।”
অভির মনে হল, সামনে দাঁড়িয়ে ওর দাদার বউ নয়, এক রূপকথার রাজকন্যে। নরম ফরসা কব্জিতে একটা মোচড় দিয়ে টান দিল, “কিছুতেই কথা শুনবে না তাই না।”

অভির হেঁচকা টান সামলাতে না পেরে, লেখার কুসুম কোমল দেহ আছড়ে পরে ওর প্রসস্থ ছাতির ওপরে। অভির দেহে গেঞ্জি ছিল না, লেখার সুগোল কোমল স্তন জোড়া পিষে গেল পেশী বহুল ছাতির ওপরে। আচমকাই এই ঘটনায় স্তব্দ হয়ে যায় দুই জনেই। চুপ করে অভির চোখের দিকে এক ভাবে তাকিয়ে  আলতো করে কবজি তে মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর এক দুর্বল চেষ্টা করে। অভির শ্বাস বন্ধ হয়ে যায়, লেখার উষ্ণ কোমল দেহের পরশে।

গভীর রাতের নিস্তব্ধতা খানখান করে ফিসফিস করে বলে ওঠে লেখা, “প্লিজ, ছেড়ে দাও।”

লেখার তিরতির করে কেঁপে ওঠা দুই রসালো ঠোঁটের দিকে তাকিয়ে অভি সব কিছু ভুলে যায়। ধিরে ধিরে লেখাকে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে পিষে ধরে। লেখা ছটফট করে ওঠে অভির এই ঘন আলিঙ্গনের বেড়জালে। লেখার পরনের কাপড় কিছুটা সরে যায় বুক থেকে, নগ্ন বুকের খাঁজ খুঁজে ফেরে আশ্রয়, পিষে যায় অভির ছাতির সাথে। স্তনের বোঁটা জোড়া ভীষণ ভাবে এক ভীষণ উত্তেজনায় নুড়ি পাথরের মতন শক্ত হয়ে ওঠে। লেখার কবজি ছেড়ে দিয়ে ওর ডিম্বাকৃতি মুখ খানি আঁজলা করে তুলে ধরে অভি। উত্তপ্ত শ্বাসের ঢেউ ভরিয়ে তুলেছে লেখার মুখমণ্ডল। ঝুঁকে পরে অভি লেখার মিষ্টি রসালো ঠোঁটের ওপর।

গলার ভেতর থেকে একটা স্বর ককিয়ে ওঠে, “একটা ছোট্ট চুমু, প্লিজ।”

লেখার পেট লেপটে যায় অভির খাঁজ কাটা পেটের পেশির সাথে। বারমুডার নিচে যে খোলা তরোয়াল সেটা বুঝতে এক মুহূর্ত লাগে না সুন্দরী লেখার। লৌহ কঠিন মুষলটার উত্তপ্ত ডগাটাকে নিজের কোমল নাভির ওপরে টের পেতেই সারা অঙ্গ কেঁপে ওঠে। ওর দুই পুরুষ্টু উরু মাঝখান কেঁপে ওঠে। উত্তপ্ত লোহার মুষলটার যেন শেষ নেই। অবশ হয়ে আসে লেখার শরীর, অভির তীব্র আলিঙ্গন পাশে। চোখ আপনা থেকে বুজে আসে লেখার। দুই হাতের কুসুম কোমল আঙ্গুল গুলো মেলে ধরে অভির ছাতির ওপরে।

ঠোঁট চেপে লেখা ককিয়ে ওঠে, “দুষ্টু ছেলে প্লিজ এমন...”
অভির ডান হাত লেখার পিঠের ওপরে চলে যায়, নরম কাপড়ের ওপর দিয়েই থাবা বসিয়ে দেয় সুগোল নিতম্বের ওপরে। পিষে ধরে লেখার এক দলা সুগোল মাংস। আধাবোজা চোখে লেখার কাঁপা কাঁপা ঠোটের দিকে ঠোঁট নামিয়ে নিয়ে আসে অভি, “ভীষণ মিষ্টি তুমি...”
ভীষণ ভাবে এই নিষিদ্ধ স্বাদ আহরনে উন্মুখ হয়ে ওঠে লেখার দেহের প্রতিটি রোমকূপ। বুকের মাঝে উত্তাল, উদ্দাম ঝড়, “এইভাবে দুষ্টুমি করে না গো... আমি ওকে...”

কড়কড় কড়াত করেই কাছেই একটা বাজ পরে। সেই ভীষণ গর্জনে কেঁপে অঠে লেখা, সেই সাথে অভিও। বৃষ্টি ভেজা সুন্দরীকে সেই অশনি ঝলকানিতে দেখে, অভি নিজেকে রুখে রাখত অক্ষম হয়ে পরে। লেখার হিস হিস আওয়াজ শেষ করতে দেয় না অভি, ঠোঁট চেপে ধরে লেখার নরম মিষ্টি ঠোটের ওপর। অভির এই তীব্র চুম্বনে নিজেকে বেঁধে রাখতে সক্ষম হয় না লেখা। ওর দেহ কেমন যেন অবশ হয়ে আসে এই কামঘন চুম্বনে। বন্ধ ঠোঁট কামড়ে ধরে অভি, মাথা নাড়িয়ে সেই চুম্বনটাকে বিরত করতে সচেষ্ট হয় লেখা, কিন্তু বলশালী অভির আলিঙ্গন পাশে নেহাত এক দুর্বল মাধবীলতা ছাড়া আর কিছু নয়। বারে বারে লেখার নরম পাছার মাংস ভীষণ ভাবে দলে মথিত করে একাকার করে দেয় অভির থাবা। শেষ পর্যন্ত থাকতে না পেরে, পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে অভির চুম্বনের স্বাদ নেওয়ার জন্য নিজেকে ঠেলে উঠিয়ে দেয়। কামড়ে ধরে অভির ঠোঁট, অভির এক হাত লেখার মাথার পেছনে চুলের ঝুঁটি ধরে, ঘাড় কাত করে গভীর করে নেয় দুই অধরের মিলন। সময় কতক্ষন বয়ে যায় তার খেয়াল এদের কারুর থাকেনা আর। এই নিঝুম রাতে মেঘলা আকাশ শুধু সাক্ষী দুই দেহের তীব্র কামঘন চুম্বনের। অভির দেহেটাকে নিজের কোমল বাহুপাশে আঁকড়ে ধরে লেখা। কি ভীষণ এক নিষিদ্ধ সুখ, এই দেহের উত্তাপে। অভির ডান হাতের থাবা, দুই সুগোল নিতম্বের খাঁজ খুঁজে ভেতরের দিকে পৌঁছে যায়। লেখা অনেক আগেই পুরুষ্ঠু ঊরু জোড়া মেলে ধরেছিল অভির উরুসন্ধির সাথে, যার ফলে অনায়াসে অভির দুরন্ত আঙ্গুল গুলো নিতম্বের খাঁজ বেয়ে লেখার কোমল যোনি ফাটলে পৌঁছে যায়। গোপনতম অঙ্গে অভির কঠিন আঙ্গুলের পরশ পেতেই দশ আঙ্গুলের নখ বসিয়ে দেয় অভির পিঠের ওপরে।

এই এই বিষাক্ত তীব্র চুম্বনের জ্বালা আর সহ্য করতে পারেনা লেখা, বন্ধ ঠোঁটেই মিহি শিতকার করে ওঠে, “নাআআহহহহহহহহহহহহ ...”
ভীষণ ভাবে লেখার নিচের ঠোঁটটা কামড়ে ধরে অভি, “তুমি আমার মিষ্টি সোনা...”

এক হাতের নখ দিয়ে চিড়ে দেয় অভির পিঠের চামড়া, অন্য হাতের থাবায় মুঠো করে আঁকড়ে ধরে অভির মাথার চুল। ছটফট করে নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করে লেখা, দেহের কাছে কি সত্যি হার মানবে। অভির শয়তান আঙ্গুল কাপড়ের ওপর দিয়েও ওর যোনি ফাটল বরাবর নড়াচড়া শুরু করে দিয়েছে। একটু একটু করে ঢুকতে চেষ্টা করে রসালো যোনির অভ্যন্তরে। যোনির চেরায় কঠিন দুর্বার আঙ্গুলের ছোঁয়া পেতেই সচেতন হয়ে ওঠে লেখা। সঙ্গে সঙ্গে, ঊরু জোড়া মিলিয়ে দেয় পরস্পরের সাথে। না, শুধু মাত্র অরিন্দম মুখারজি ছাড়া এতটা অনুমতি ও কাউকেই দেয়নি। অভির বুঝতে কষ্ট হয় না লেখার মনের ভাব। বহু কষ্টে বুকের আন্দোলন আয়ত্তে এনে, লেখার কোমল নিতম্ব ছেড়ে দেয়ালে এক ঘুসি মারে অভি। একি করছে, শুধু একটা চুমু খেতেই চেয়েছিল, এর বেশি নয়। যত হোক লেখা ওর ঝন্টুদার বৌ। লেখার ঠোঁট ছাড়তেই জল বিহীন মাছের মতন ছটফট করে ওঠে। এক ঝটকায় সরে দাঁড়ায় অভি, লেখার টানা টানা চোখের দিকে তাকিয়ে দেখে, দুচোখ জলে টলমল করছে।

দুই হাতের দশ নখ বসিয়ে দেয় অভির ছাতির ওপরে, পারলে ছিঁড়ে ফালা ফালা করে দেবে যেন। পাপ বোধের এক ভাঙ্গা আওয়াজ ঠিকরে বেড়িয়ে আসে লেখার বুক থেকে, “একি করলে তুমি”
চোখ বুজে দুই হাতে নিজের চুল আঁকড়ে ধরে অভি। মাথা নিচু করে ক্ষমা চায়, “সরি লেখা, আমি শুধু...”

বাক্য শেষ করার মতন শক্তি হারিয়ে ফেলে অভি। ততক্ষনে চোখের কোল মুছতে মুছতে দৌড়ে পালিয়ে যায় লেখা। হতভম্ব অভি খোলা ছাদের ওপর বসে পরে। দুর আকাশে ততক্ষনে কালো মেঘের গর্জন। নখের আঁচড়ে পিঠ আর ছাতি দুটোই ভীষণ ভাবে জ্বালা করে ওঠে ওর। সব থেকে বেশি জ্বালা করে ওঠে বুকের ভেতরটা, এক মিষ্টি সুন্দরী বান্ধবীকে হারিয়ে।
(চলবে)

Post a Comment

0 Comments