- না, তুমি বড় এল্লিগা জিগাইলাম। আচ্ছা, করলে বলে মজা লাগে অন্নেক?
- তাইলে! না লাগলে কি মাইনষে বিয়া করে রে ছেড়ি?
মাঝখান থেকে বলে ওঠে ডেইজি।
- সারের বউ তাইলে মজা করে রে ডেইলি রাইতে...
বলে ডেইজিকে জাপটে ধরে হাসতে থাকে শিউলি।
- মনে হয়না। সারের সাথে ম্যাডামের সম্পর্ক খারাপ।
- তাই নি?
- হু। মহিলা একটা বিরাট খারাপ। আমার তো লাগে সার এই মহিলার সাথে জীবনেও করেনাই! যেই বেয়াদপ মাগী একটা।
রুম্পা স্যারের ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের জ্ঞান জাহির করতে থাকে, অন্যদুজনে স্যারের অভুক্ত থাকা নিয়ে আফসোস করতে থাকে।
কথা বলতে বলতে ডেইজির বাসার সামনে চলে আসে তিনজনে। হঠাৎই ডেইজি প্রস্তাব করে,
- রুম্পাপু, শেফা, আয় আজকা আমার বাসায় থাক। কালকা তো কলেজ নাই। বাসায় গিয়া বইলা আয়।
প্রস্তাবটা দুজনেরই পছন্দ হয়। সবেমাত্র অশ্লীল কথাগুলো জমে উঠছিল, এমন সময় জ্বলন্ত আগুনে পানি ঢেলে দেয়াটা খুব হতাশাজনক হবে। কিন্তু, একটা ব্যাপারে দুজনেই ইতস্তত করছে। বুঝতে পেরে অভয় দেয় ডেইজি,
- আব্বায় নোয়াখালী গেছে। আজকা খালি আম্মায় বাসায়। ডরাইছ না, যা যা বাসায় গিয়া কইয়া আয়।
ডেইজি একটু ঝগড়াটে আর খুব দুষ্টু, কিন্তু খুব ভাল মেয়ে। সবার সাথেই সহজে মিশতে পারে। তবে, তার সৎ বাবা মুকুল মিয়াকে তার বান্ধবীরা খুব একটা পছন্দ করেনা। বেশ ঠান্ডা প্রকৃতির লোক। মেয়েদের সাথে আলাপ জমাতে চান, তবে খুব একটা সুবিধা করতে পারেন না। তার চরিত্রও খুব একটা সুবিধার না। তবে ওর মা খুব ভাল মানুষ। মেয়ের বান্ধবীরা একরাত থাকবে, এতে রাগ করার কিছুই নেই।
সন্ধ্যার পরপর খেয়েদেয়ে ডেইজির রুমে চলে যায় মেয়েরা। শীত গত হতে চলেছে। তবে রাত এখনো শীতল। ডেইজির বিছানাটা বড়সড়। তবু তিনজনের পক্ষে একটু গাদাগাদিই হচ্ছে। কম্বলের উষ্ণতায় সবার রক্ত চলাচল আবার স্বাভাবি হল, ফাজলামো শুরু করল শেফালিই,
0 Comments