বজ্রাঘাত পর্বঃ ২৬ (ঘ) (collected)



পৃথা আশা করে নি সুশান্ত ওই ভাবে তার ওপরে ঝাপিয়ে পড়বে... চমকে গিয়ে পিছিয়ে যাবার চেষ্টা করে সোফার ওপরে... আর তার ফলে টান পড়ে সুশান্তর হাতের মুঠোয় ধরে থাকা পৃথার পরনের কুর্তিতে... একটানে পটাস্‌ করে জামার দুটো বোতাম ছিড়ে ছিটকে যায় শরীর থেকে... বুকের কাছটায় ফাঁক হয়ে যায় কুর্তিটা বেবাক... জামার আড়ালে থাকা ফর্সা শরীরটা বেরিয়ে পড়ে সুশান্তর চোখের সন্মুখে... কালো ব্রা’য়ে ঢাকা সুডোল স্তনের লোভনীয় বিভাজিকা তখন উন্মুক্ত... গলার সরু সোনার চেনটায় আটকানো ছোট্ট হৃদয়ের আদলের লাল পাথরের পেন্ডেন্টটা যেন দুটো নরম স্তনের আদর খেতে ব্যস্ত।

স্তব্দ হয়ে বসে থাকে পৃথা... কেমন যেন হতবাক হয়ে যায় এই অতকির্ত আক্রমনে... সেকেন্ড খানেক ভাবার চেষ্টা করে কি ঘটে গেল... আর সেই মুহুর্ত ধরে সুশান্তও চোখের মনিতে অসীম লোভ নিয়ে তাকিয়ে থাকে তার সামনে উন্মুক্ত পৃথার লোভনীয় স্তনবিভাজিকার দিকে... যেন নরম বুকদুটো সুশান্তকে হাতছানি দিয়ে ডাকছে মনে হয় তার... তারপরই পৃথা কিছু করার আগেই ঝুঁকে পড়ে সামনের পানে... নিজের মুখটা গুঁজে দেয় পৃথার ওই আকর্ষনীয় বিভাজিকায়... ঘসতে থাকে মুখটা নরম বুকের ওপরে...

ছটফট করে ওঠে পৃথা নিজের শরীরের ওপরে সুশান্তের লোভী স্পর্শে... সম্বিত ফিরে আসে তার... দু হাত দিয়ে ঠেলে সরাবার চেষ্টা করে সে... কিন্তু এমন বেখাপ্পা ভাবে সোফার মধ্যে ঢুকে গিয়েছে যে কিছুতেই হাত দুটোকে ছাড়িয়ে ঠেলতে পারে না সুশান্তকে... অন্য সময় হলে খুব সহজেই হয়তো এই ধরণের আক্রমন প্রতিহত করত ক্যারাটে জানা পৃথা, কিন্তু এখন সেটাই করে উঠতে পারছে না বলে আরো বিরক্ত হয়ে ওঠে নিজের ওপরেই... এমনিতেই জ্বরে আক্রান্ত হবার পর একটু দুর্বলই বলা চলে, তারওপরে এই ভাবে বেকায়দায় ধরা পড়ে রয়েছে সে, বার বার করে অনুনয় করে সে, ‘এরকম কোরো না সুশান্ত... প্লিজ কোরো না... ছাড়ো আমায়... প্লিজ... আমাদের সুন্দর সম্পর্কটাকে এই ভাবে নষ্ট করে দিও না... ট্রাই টু আন্ডার্স্ট্যান্ড... প্লিজ... ছাড়ো আমায়...’

কে শোনে কার কথা... যত সময় গড়ায়, লোভ আরো চেপে বসে সুশান্তের ওপরে... স্তন বিভাজিকায় মুখ ঘসতে ঘসতে একটা হাত পৃথার কাঁধ থেকে নামিয়ে খপ করে চেপে ধরে নরম স্তন একটা... কচলাতে থাকে সেটাকে হাতের মুঠোয় ধরে... হাতের তেলোয় স্পর্শ লাগে পৃথার স্তনবৃন্তের।

হটাৎ করে ঘটে যায় ঘটনাটা যেন... সুশান্ত কিছু বোঝার আগেই সে ছিটকে গিয়ে পড়ে পাশের সোফার ওপরে... পৃথার শরীরের ওপর থেকে...

এই ভাবে দূরে গিয়ে ছিটকে পড়াতে প্রথমটায় একটু হকচকিয়ে যায় সুশান্ত... তারপর ভাবে নিশ্চয়ই পৃথা ওকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে থাকবে... পৃথার থেকে আঘাত পেয়েছে ভেবে আরো ক্রুদ্ধ হয়ে ওঠে মনে মনে... রাগে দাঁতে দাঁত চেপে ধরে ফের উঠে ঝাপিয়ে পড়ার চেষ্টা করে সে পৃথার ওপরে... কিন্তু এগোবার আগেই একটা সজোরে ঘুসি এসে পড়ে ওর চোয়ালে... যেন হাওয়ার থেকে কোন অশরীরি কঠিন হাতের আঘাত হানে তার মুখের ওপরে... এবার সে ছিটকে গিয়ে পড়ে সোফা আর সেন্টার টেবিলের মাঝে, মেঝের ওপরে... ঠোঁটের পাশটায় বেশ কেটে যায়... গড়িয়ে পড়ে রক্ত... নিমেশে কালশিটে পড়ে যায় গালের পাশটায়, হনুর ওপরে... হতদ্যম হয় বসে থাকে সে মেঝের ওপরে... ভাবার চেষ্টা করে ঘটনাটা কি... তখনই কানে আসে একটা গমগমে গলা... যেন ঘরের মধ্যেটায় বাজ পড়ে... ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে সে স্বর... ‘ডোন্ট ডেয়ার টু টাচ হার... আদার ওয়াজ আই’ল্ ব্রেক ইয়োর হেড... জাস্ট গেট আউট ফ্রম দিস প্লেস... আউট...’ শেষের ‘আউট’ কথাটা এতটাই জোরে যে প্রায় হৃদকম্প শুরু হয়ে যায় সুশান্ত... একবার তাকায় উল্টো দিকের সোফায় অপ্রস্তুত হয়ে বসে থাকা পৃথার দিকে, তারপর পড়ি কি মড়ি করে উঠে দৌড় লাগায় দরজার দিকে... কোনরকমে দরজাটা খুলে একেবারে ফ্ল্যাটের বাইরে... পেছন ঘুরে তাকাবার চেষ্টাও করে না সে... উর্ধশ্বাসে সিড়ি ভেঙে নামতে থাকে... এক একবারে দুটো তিনটে সিড়িও টপকায়... হোঁচট খায় ল্যান্ডিংএর কাছটায়... তবুও থামে না... উঠে ফের দৌড় মারে নীচের পানে... একেবারে রাস্তার দিকে।

অলোকবাবু পাশের ফ্ল্যাটের মধ্যে একটা ঝটাপটি শুনেছিলেন, তাই তাড়াতাড়ি নিজের দরজা খুলে বেরিয়ে এসেছিলেন ব্যাপারটা বোঝার আশায়, কিন্তু যে ভাবে হটাৎ করে পৃথার ফ্ল্যাটের দরজাটা খুলে ছেলেটি দৌড়ে বেরিয়ে এসেই দিগবিদিক না তাকিয়ে পালালো, হাঁ করে তাকিয়ে থাকেন সেই দিকে... ল্যান্ডিংএর পরে চোখের আড়ালে সুশান্তের দেহটা চলে গেলে মুখ ফেরান পৃথার খোলা দরজাটার দিকে... আগেও এই ফ্ল্যাটের সম্বন্ধে নানান কথা শুনেছেন উনি, কিন্তু কোনদিন নিজের থেকে দেখা বা অনুভব করা হয় নি তার... তাই ছেলেটিকে এই ভাবে উর্ধশ্বাসে পালাতে দেখে মনের মধ্যে নানান প্রশ্ন জেগে ওঠে তাঁর... তবে কি যেটা উনি শুনেছেন... কিন্তু পরক্ষনেই মনে হয় যে তাহলে মেয়েটি কি ভাবে রয়েছে, আবার একা!... গুলিয়ে যায় মাথার মধ্যে তাঁর... মেলে না কোন উত্তর... তাই আরো ভালো করে জানার আশায় সবে এক পা বাড়িয়েছিলেন, কিন্তু তার আগেই খোলা দরজাটা দুম্‌ করে বন্ধ হয়ে যায় তাঁর মুখের ওপরে... হতাশ হয়ে খানিক ওইখানে দাঁড়িয়ে থাকেন, তারপর যখন বোঝেন যে কিছু জানা যাবে না এখন, ধীর পায়ে নিজের ফ্ল্যাটে ঢুকে যান।

ক্রমশ...

Post a Comment

0 Comments