Bengali jokes (1)

তিন জন পুরুষ এর তিন স্ত্রী সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি।
যথারীতি তিন জন ওয়েটিং রুমে বসে এবং খুব চিন্তামগ্ন।
সময় কাটছে না দেখে তিন জন তিনটে গল্পের বই পড়তে শুরু করলো।

প্রথম জন *A Tale Of Two Cities* নিয়ে পাতা ওল্টাচ্ছে। সঙ্গে সঙ্গে নার্স এসে বললো Congratulation আপনার *যমজ সন্তান* হয়েছে।

দ্বিতীয় জনের হাতে *Three Masketiers*।
নার্স এসে জানালো Congratulation আপনার স্ত্রী এক সাথে *তিনটি সন্তান* প্রসব করেছেন।

এই শুনে তৃতীয় জন হাতে থাকা গল্পের বইটি সঙ্গে সঙ্গে ছুড়ে ফেলে দিলো।
নার্স জিজ্ঞাসা করলো,
' কি ব্যাপার বইটি ছুড়ে ফেললেন যে??
তৃতীয় জন কাঁপা কাঁপা গলায় বললো,......
*মহাভারত* পড়ছিলাম ।
(সংগৃহীত )

Post a Comment

0 Comments