ধর্মের ভাই ০১

 আমার স্বামী সমীর একদিন এক লোককে আমাদের বাড়ীতে নিয়ে আসে। বয়স আনুমানিক আমার স্বামীরই সমান হবে, বা দুয়েক বছর কম ও হতে পারে। ফর্সা রং, খুব মিষ্টি চেহারা, লম্বায় পাচ ফুট সাত ইঞ্চি, প্রশস্ত বক্ষ, গাঢ় কোকড়ানো চুল, কোমরের ব্যাস হবে ছত্রিশ, সব মিলিয়ে এত সুন্দর যুবক যে , যে কোন নারীকে মুহুর্তেই আকর্ষন করতে সক্ষম। এসেই আমাকেই পা ছুয়ে আশির্বাদ নিল, তার ব্যবহারে আমি যথেষ্ট খুশি হলাম। তারপর আমি তার পরিচয় জানতে চাইলাম। আমার স্বামি বলল, এ আমার ধর্মের ভাই। বিগত কয়েক মাস আগে আমাকে ধর্মের ভাই ডেকেছে, নাম মোহিত , বাড়ীতে আনব আনব করে এতদিন আনতে পারিনি, আজ নিয়ে আসলাম, আজ থেকে তোমার দেবর, আমার ছোট ভাই, আপন দেবর হিসাবে জানবে। মোহিত বলল, না না না আমি দেবর হব কেন ? আমি ও আপনার ভাই এবং দাদাকে যে ভাবে ভাই বলে ডাকি আপনাকে ঠিক সে ভাবে দিদি বলে ডাকব। তার কথায় আমার স্বামী বাধ সাধল,বলল, না না তা কি করে হয় ? আমার স্ত্রী কে দিদি ডাকলে আমিতো তোমার জামাইবাবু হয়ে যাব না?

আমরা তিনজনেই সমস্বরে হেসে উঠলাম।

মোহিত আমাকে লক্ষ্য করে বলল, আপনি যেটা ডাকতে বলেন আমি সেটাই ডাকব।

আমি খিল খিল হেসে উঠে বললাম, আমাকে বৌদিই বলে ই ডাকবে।


সে প্রথম পরিচয়ের দিন হতে আমাকে বৌদিই বলে ডাকতে শুরু করল, আর আমি ও দেবর হিসাবে তাকে দেখতে লাগলাম।

রাতে তিঞ্জনেই গল্প করে কাটালাম, মোহিত কিভাবে আমার স্বামীকে দাদা ডাকল সেই গল্প, আর মোহিতের জীবন কাহিনী শুনতে শুনতে রাত তিনটা বেজে গেল। মোহিতের মা বাবা ভারতীয় অষ্ট্রলিয়ান নাগরিক, মোহিতের জম্মটাই অষ্ট্রেলিয়াতে , ভারতে তার হাজারো আত্বীয় স্বজন থাকলে ও মোহিত কাঊকে চেনেনা। মোহিতের যখন বিশ তখন একবার চিটাগাং এ এসেছিল তাই চিটাগাং এর বাড়ি খানা মোহিত কাউকে চেনার আগেই আবার মা বাবার সাথে অষ্ট্রেলিয়াতে পাড়ি জমায়। অষ্ট্রেলিয়াতে মা বাবা দুজনে এক পপথথ দুর্ঘটনায় মারা গেলে এই প্রথম বার দেশে আসি। দেশে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে সে কয়েক কোটি টাকা খরচ করে তিন চার টি আবাসিক বিল্ডিং করছে, আমার স্বামী সমীর সে বিল্ডিং গুলির ইলেক্ট্রিকের কাজ কন্ট্রাক্ট নেয়ার সুবাদে পরিচয় এবং মনের এক আকর্ষনে ধর্মের ভাই ডাকা। এমন একজন কোটিপতি ছেলে ,তাছাড়া অল্প বয়স্ক অবিবাহিত যুবক একজন ইলেক্ট্রিকের কন্ট্রাক্টরকে মামুলী কারনে ধর্মের ভাই ডেকেছে আমার ভাবতেই আশ্বর্য লাগল।

যাক এটা তার মনের আবেগ ,আমার সেটা ভাবার দরকার নেই মনে করলাম।

মোহিতন দু দিন থেকে চলে গেল, যাওয়ার সময় আমাকে দামী একটা শাড়ী, ছেলে কে শার্ট পেন্ট এবং আমার স্বামীকে স্যুট গিফট করে গেল। তারপর হতে মোহিত প্রতি সাপ্তাহে আসতে লাগল, আসার সময় কোনদিন খালি আসত না, হাজার টাকার ফলফলাদী নিয়ে আসত। এবং এক রাত থেকে পরদিন সকালে চলে যেত।

একদিন সকালে নাস্তার টেবিলে মোহিত আমার স্বামীকে বলল, দাদা আপনাকে যেহেতু ভাই বলে ডেকেছি সে অধিকার নিয়ে বলছি, আপনি এখান হতে প্রতিদিন বাসে যাতায়াত করে আমার কাজ গুলো করেন , তা না করে পরিবার নিয়ে আমার একটা ফ্লাটে উঠে যান, ছেলেটাও সেখানে লেখা পড়া করার সুযোগ পাবে আপনার কষ্ট ও কম হবে। আমি ও ভাবি ও ছেলেকে দেখার জন্য প্রতি সাপ্তাহে এত কষ্ট করে এখানে আসতে হবেনা।

আমার স্বামী তার প্রস্তাবে একটু আমতা আমতা করে রাজী হয়ে গেল। পরের সাপ্তাহে আমরা তার একটা ফ্লাটে উঠে গেলাম।

ফ্লাটে দুটি বেড রুম, একটি কিচেন, একটি ষ্টোর রুম, একটি গেষ্ট রুম সব মিলিয়ে একটা হাইফাই ফ্লাট, চার তলার একটা বিল্ডিং এর প্রতি তলাতে চারটি করে ফ্লাট আছে, আমাদের ফ্লাট টা পঞ্চম তলায়, পঞ্চম তলায় আর কোন ফ্লাট নেই। পঞ্চম তলার এক পাশে শুধু আমাদের ফ্লাট টা করে বাকীটা খালি পরে আছে, আমার কাছে এটা আরো বেশী মনোরম মনে হল, কারন বাসার সামনে যে ন এক বিরাট মাঠ।

মোহিত আমাদের প্রতি অতী আন্তরিক , দিনের বেলায় আমার ছেলেটাকে এখানে সেখানে নিয়ে বেড়াতে যায় এবং রাতের বেলায় বাসার সামনে খোলা জায়গায় আমরা খোশগল্পে মেতে ঊঠি। আমাদের গল্পে কখনো আমার স্বামী থাকে কখনো বা থাকেনা। আমাদের গল্পের বিষয় টা একেক দিন একেক রকম হয়ে থাকে। কখনো শুধু কাজের বিষয়, কতটুকু শেষ হয়েছে বা কখন শেষ হবে ইত্যাদি। যেদিন আমার স্বামী গল্পে থাকেনা আমাদের দুজনের গল্প মাঝে মাঝে সেক্সের দিকে মোড় নেয়।

সেদিন রাতে মোহিত তার জীবনের কথা বলতে বলতে কেদে উঠল, বলল, বৌদি দেখ এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আমার কান্নায় আমাকে আদর কর বুকে জড়িয়ে নেবে এমন কেউ নেই, দেশের আপন জন কাউকে আমি চিনিনা আমাকেও কেউ তারা

চেনেনা, মা বাবা আত্বীয় স্বজনের কারো সাথে সম্পর্ক রাখেনাই তারা কেউ আমাদের সাথে সম্পর্ক রাখেনাই। আমার আত্বীয় বলতে আপনারা দুজনেই। মোহিতের কান্না সত্যি আমার সহ্য হলনা, তাকে বুকে জড়িয়ে নিলাম। তার মাথাকে আমার বুকে চেপে রেখে সান্তনা দিতে চেষ্টা করলাম, আমার কোন বদ খেয়াল ছিলনা , ছিলনা কোন যৌনতার কামনা, তবুও তার মাথা যখন আমার দুধের স্থে লেপ্টে গেল আমার যেন কি অদ্ভুদ শিহরন জেগে উঠল, মোহিত ও যেন আমাকে আরো বেশী শিহরন জাগানোর জন্য তার মাথাকে আমার দুধের উপর এদিক ওদিক করে ঘষতে লাগল। আমার দুধের স্পর্শ পেয়ে যেন মোহিতের গলাটা যেন ভারী হয়ে উঠল, আমি যেন কিছুক্ষনের জন্য সম্ভিত হারিয়ে ফেললাম। মোহিত মাথা ঘষতে ঘষতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল, বৌদি সারা রাত আমাকে এভাবে ধরে রাখ।মোহিতের মনের কোন যৌন বাসনা জেগেছিল কিনা জানিনা, আমি শেষ পর্যন্ত ছেড়ে দিলে ও শিহরন টা যেন আমাকে সারা রাত জাগিয়ে রেখেছিল।

কয়েক মাসে আমরা একে অপরের কাছে একেবারে ফ্রী হয়ে গেছিলাম, যে কোন আলাপ ফ্রী ভাবে করতাম, দেবর বৌদি যা করে আরকি। তদুপরি সেদিনের ঘটনার পর থেকে আরো বেশী ফ্রী হয়ে যায়। যতসামান্য দুরত্ব ছিল তাও চলে যায়। এখন আমাদের আলাপের মাঝে সেক্স ছাড়া কিছুই থাকেনা। আমার যৌন দুর্বল স্বামী বাসায় না থাকলে আমিও মনে মনে তাকে কামনা করতে শুরু করি, কিন্তু মুখ ফুটে তাকে কিছুই বলতে পারছিলাম না।তার চোখের চাহনি দেখলে বুঝা যায় সেও আমাকে কামনা করে তবে সাহস করে শুরু করতে পারছেনা। সে আমার দুধের দিকে ঘন ঘন তাকায়, হাটার সময় পাছার দিকে এক পলকে তাকিয়ে থাকে। আমার শাড়ি পেচের বাইরে পেটের যে অংশটা দেখা যায় তার দিকে না তাকিয়ে যেন শান্তি পায়না।আমার দুধ গুলো বিশাল আকারের, মোটেও ঢেকে রাখা সম্ভব হয়না, বুকের উপরে মোটা কম্বল দিয়ে রাখলে ও আমার দুধ গুলো সকলের চোখে দৃশ্যমান হয়ে থাকবে। আমার এ দুধগুলর আর পাছার কারনে অনেকেই আমার দিকে হাত বাড়াতে চেয়েছে। বিয়ের আগে ও বিয়ের পরে।

সেদিন আমি বাচ্চা নিয়ে দিবা নিদ্রা যাওয়ার চেষ্টা করছিলাম, কেউ বাসায় নেই। এপেশ ওপাশ করতে বেলা তিনটা বেজে গেল, ঘুম হলনা। হঠাত মোহিতের গলার শব্ধ শুনতে পেলাম। আমি নাউঠে ঘুমের ভানে শুয়ে রইলাম, দরজা খোলা ছিল, মোহিত ভিতরে প্রবেশ করে কাপড় ছাড়ল। তারপর আমার রুমে গিয়ে আমাকে ঘুম দেখে তার দুষ্টমি খেয়াল হল, আমি মনে মনে তার দুষ্টমি কামনা করছিলাম, তাই আমার দুধগুলোকে শাড়ী সরিয়ে উম্মুক্ত করে চিৎ হয়ে শুয়ে রইলাম। মোহিত আস্তে আস্তে আমার বিছানার কাছে এল, অনেক্ষন ধরে লোভনীয় দৃষ্টিতে দেখল, তারপর আমার বিছানায় বসে বৌদি বৌদি বলে মৃদু স্বরে ডাকল, আমি কোন সাড়া দিলাম না।আমার সাড়া না পেয়ে সে আস্তে করে আমার একটা দুধের উপর হাত রাখল, আমি শিহরে উঠলাম। মাথা হতে পা পর্যন্ত শিন শিন করে উঠল।তারপর আমার একটা দুধ চিপতে শুরু করল আর একটা দুধ চুষতে শুরু করল। বিধিবাম, ছেলেটা হঠাৎ কেদে উঠাতে আমায় ছেড়ে পালিয়ে গেল। ঘুম হতে উঠে তাকে কিছু না জানার ভান করলাম, সেও জানল আমি কিছু জানিনা।

রাতে প্রতিদিনের মত আমরা গল্পের আসরে বসলাম, বিভিন্ন আলাপের মাঝে মোহিত বলল, আচ্ছা একটা কথা বলব কিছু মনে করবেনাতো? বললাম মনে করবনা বল। বলল, বলত যৌন মিলনে কে বেশী মজা পায়?বললাম, পুরুষরাই তো নারীদের কে ভোগ করে তাই পুরুষরাই বেশী মজা পায়, বলে হেসে উঠলাম। বলল, কাঠি দিয়ে কানে খোচালে কানে আরাম লাগে না কাঠিতে আরাম লাগে? বললাম কানে। তাহলে পুরুষরাই কিভাবে আরাম পাবে পুরুষের লাঠি দিয়ে যেখানে খোচায় সেখানে ত আরাম বেশী লাগার কথা, অতএব নারীরা বেশী মজা পায়। আমি হুহু করে হেসে উঠলাম, হাসির দমকায় আমার নিশ্চাস আটকে গেল,

বুক ধরে আমি শুয়ে গেলাম, বেহুশের মত পরে রইলাম, মোহিত আমাকে চিত করে শুয়ে বুকে চাপ দিতে লাগল, কয়েকটা চাপ দিতেই আমার নিশ্বাস ছুটে গেল, আমি ঠিক হয়ে গেলেও তাকে বুঝতে দিলাম না, বুকের উপর চাপ্টা যেন আমার খুব ভাল লাগছিল। সে আরাম করে আমার দুধের উপর হাতকে চেপে রেখে বার বার চাপ দিতে লাগল, প্রায় ত্রিশ মিনিট চাপ দেয়ের পর ও আমার হুশ না হওয়াতে সে ঘাবড়ে গেল, মরে গেছি কিনা নাকে হাত দিয়ে আমার নিশ্চাস পরিক্ষা করে দেখল, বেচে থাকার প্রমান দেখে চাপ বন্ধ করে, আমার গালে গালে চুমু দিতে লাগল। ব্লাউজের উপর দিয়ে দুধগুলো টিপতে লাগল, তারপর কিছুক্ষন ভয়ে ভয়ে টিপে টিপে একটা মুখে পুরে নিল আর চুষতে লাগল। আমি এটাই কামনা করছিলাম, তার চোষন এবং মর্দনে আমি উত্তেজিত হয়ে পরলাম কিন্তু নড়াচড়া করলাম না, পাছে আমি সজ্ঞানে আছি বুঝতে পারলে ভয়ে চলে যাবে। কিছুক্ষন এমনি ভাবে চোষে সে বন্ধ করে দিল, আমাকে পাজা কোলে ঘরে নিয়ে এল। সেদিনের মত আর কিছু করলনা।

আমার মেজাজ তা বিগড়ে গেল, কি আনাড়ী যুবক? মনে মনে অভিশাপ দিলাম। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি, দিন দিন সেক্সী হয়ে উঠছি। অথচ যৌন দুর্বল স্বামীর পাঁচ বছর যাবত সংসার করেও অন্য পুরুষ কে কল্পনা করেনি, আর সেই আমি মোহিতের একটু স্পর্শ পাওয়ার জন্য উতলা হয়ে উঠছি। আর মোহিত যে এত আনাড়ী আমার ভাবতেই অবাক লাগে!

সেদিন সকালে আমরা তিনজনে ব্রেকফাস্ট করছিলাম, আমি কথায় কথায় বললাম, মোহিত তুমি তোমার ভাইকে বিদেশ পাঠিয়ে দাওনা, দেশের আয়ে তার কপাল কখনো খুলবেনা। মোহিত বলল, আমি দুমাস পরে চলে যাব, দাদা ও যদি বিদেশ চলে দেশে আমার এগুলা দেখবে কে? কোন অসুবিধা নাই, একটা ক্লার্ক রাখবে আর আমি সব দেখাশুনা করব। তারা দুজনে রাজী হল।

(continue)

Post a Comment

0 Comments