"অবাক হয়েছো, তাইনা? আমিও হয়েছিলাম, কিন্তু ফ্যামিলিতে এ ধরনের কানাঘুষা আগে থেকেই ছিল বলে শকড হইনি। ক্লাস নাইনে উঠার পর শহরে চলে এলাম। এর পর আরো কতদিন এসব চলেছে তা বলতে পারবনা।"
"তাহলে এসব কি বর্তমানে শেষ হয়ে গেছে নাকি এই জেনারেশনেও...."
"চলছে!" আমার কথা কেড়ে নিলেন সোহেল ভাই। "আমাদের ফ্যামেলিতে ছেলেমেয়েরা নিজের পছন্দমত বিয়ে করতে পারেনা। বাড়ির মুরুব্বিরা পাত্র-পাত্রী ঠিক করে দেয়। ওসব ফ্যামিলিও আমাদের মতই প্রতাপশালী। যারা নিজ পছন্দে বিয়ে করে তারা ফ্যামিলির সাথে রিলেশন ব্রেক করে চলে যায়। আমাদের বাড়ির বৌদেরো সোয়াপিংয়ের ব্যাপারে ধারণা আছে, কারণ এই প্র্যাকটিস ওদের পরিবারেও চলে আসছে।"
"তার মানে ভাবীও কি..."
"হ্যাঁ, সুবর্ণাও কমবেশি জানে। কিন্তু ওর সাথে এই ব্যাপারে কখনো কোন আলোচনা হয়নি আমার। তবে আমাদের টার্নও এসে পড়ছে বলে মনে হয়। গত বৎসর পাশের থানায় আমাদের ধানের ব্যবসা নিয়ে গন্ডগোল হয়। ঐ এলাকা বীরেশ মজুমদারের অধীনে। বীরেশ মজুমদারের সঙ্গে বাবার ভাল সম্পর্ক আছে। কিন্তু আমাদের দু ফ্যামিলির ছেলেদের মধ্যে ঐক্য নেই। বড়ভাই এবং বীরেশের বড় ছেলে দুলাল বৌ-বাচ্চা নিয়ে শহরে থাকে। বর্তমান জেনারেশনের মধ্যে সম্পর্কের গ্যাপের সুযোগে ঐ এলাকায় আমাদের ব্যবসায় ঝামেলা করছিল লোকাল মাস্তানরা। চালের চালান নিয়ে একটা বড় ধরনের গন্ডগোলের পর বাবা আর বীরেশ মজুমদার আলোচনার মাধ্যমে ঠিক করলেন দু বাড়ির বড় ছেলেদের মধ্যে রিলেশন মজবুত করতে হবে। নইলে উটকো লোকজন আমাদের এলাকায় ফাঁপড় দেখানোর সাহস পাবে। আলোচনার সময় আমাকেও ডাকা হয়। প্রথমবারের মত সোয়াপিংয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানতে পারি।"
"কি হল এরপর?" অনেকক্ষণ পর পেয়ারায় কামড় দিয়ে বললাম।
"মিটিংয়ের পরদিন দুলাল তার বৌ-বাচ্চা নিয়ে আমাদের বাড়ি এল। ভাইয়ের মত সেও অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। সারাদিন আমাদের পুরো পরিবারের সঙ্গে পরিচিত হল ওরা। পুরুষ দুজন দিনশেষে সহজ হয়ে এলেও ভাবী আর দুলালের বৌয়ের লজ্জ্বা লজ্জ্বা ভাবটা কারো চোখ এড়ালনা। দুজনেই বেশ ভারী সাজগোজ করেছিল। দুলালের বৌয়ের কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, ভারী অলঙ্কার দেখে বাড়ির মেয়েরা ফ্যালফ্যালিয়ে চেয়ে রইল দিনভর। রাতে খাবার পর চারজন ভাইয়ের রুমে চলে গেল। আমার বোনেরা ওদের বাচ্চাদের নিয়ে ঘুমাল। সকালে চারজনকেই লজ্জ্বায় লাল হয়ে যেতে দেখা গেল। ভাই বা ভাবী কেউই ওই রাতের ব্যাপারে কারো সাথে কিছু বলেনা। এই বছর দুবার ভাই-ভাবী বীরেশ মজুমদারের বাড়ি গিয়েছে। আর সবচে বড় কথা হচ্ছে গত মাসে বীরেশের ছোট ছেলে বিয়ে করেছে। ভাইয়া বিয়েতে গিয়েছিল। ফিরে এসে আমাকে ইঙ্গিত দিয়ে বোঝাল নভেম্বরে পুজোর সময় সুবর্ণাকে নিয়ে মজুমদার বাড়ি যেতে হবে। এর মানেটা বুঝতে পারছ?"
"হুঁ, বুঝেছি। আপনি কি বললেন?"
"আমার তো কিছু বলার পথ নেই। পুজার কয়েকমাস বাকি আছে। এরপর ভাই-ভাবীর সঙ্গে ঐবাড়িতে যেতে হবে। বীরেশের ছোট ছেলে বা ওর নতুন বৌ - কারো সঙ্গেই আমার দেখা হয়নি। তাছাড়া সুবর্ণাকে কিভাবে বলব তাও বুঝতে পারছিনা।"
"আপনার ভাই কি সোয়াপিংয়ের ব্যাপারে কিছু বলেছে? এমনোতো হতে পারে স্রেফ পুজার নিমন্ত্রণ দিয়েছে?" আমি বললাম।
"সরাসরি কেউই এসব বলেনা। তাছাড়া আমি দুলাল মজুমদার, মানে বীরেশের বড় ছেলের সাথে কথা বলেছি। দুজনেই শহরে জব করি, এই সুবাদে গতবছর সোয়াপিংয়ের সময় ভাল পরিচয় হয়। সে নিশ্চিত করল দুই ফ্যামিলির সিদ্ধান্ত পাকা হয়েছে। নভেম্বরে আমাকে বৌ নিয়ে সোয়াপিংয়ে যেতে হবে। দুলাল যা বলল তাতে আমাদের চার কাপলের মধ্যে পালাক্রমে সোয়াপিং হবে। আমি দুলালের ভাইবৌ, ওর বৌ এবং আমার ভাবীর সঙ্গে করব। সুবর্ণাকে দুই মজুমদার এবং ভাইয়ার সঙ্গে করতে হবে।"
"সিরিয়াস ব্যাপার দেখা যাচ্ছে!" আমি চোখ গোল গোল করে বললাম।
"ভাবীও মনে হয় এ ব্যাপারে জেনে গেছেন। ছুটিতে বাড়ি আসার পর থেকে আমার চোখে চোখ রেখে কথা বলছেনা। এমনিতে বেশ হাসি ঠাট্টার মানুষ উনি।" সোহেল ভাই বলে চললেন।
"হেহে.. মহিলা মানুষ একটু শাই আরকি.. করা হয়ে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে.."
"ইয়েস! একবার করা হয়ে গেলে সব ইজি হয়ে যাবে। এই কারণেই এত প্রজন্ম ধরে সোয়াপিং চলে আসছে।"
0 Comments