পেছন থেকে মনি বৌয়ের আচার মাখা হাত দেখে বলে। চামচ যাচ্ছিলনা মনে হচ্ছে লম্বা কাচের বয়ামের তলায়।
- না না, এতরাতে আর আচার খাবে নাকি? দিনের বেলায় দিও।
আমি বলতে মনি মাথা নেড়ে চলে যায়।
- রেস্ট নেও, মনি খাবার গরম করুক।
হুমা আচারের বয়াম রেখে হাত মুছে নিচ্ছে। আমি শার্টের ইন খুলে বিছানায় পিঠ ছড়িয়ে দিলাম। হুমা একটু এগিয়ে এসে উরুতে মাথা রেখে বালু আটকানো চুলে হাত বুলাতে শুরু করল। চুলের গোড়ায় নাড়া লেগে বেশ আরাম হচ্ছে। কপালে হাত বুলানোর সময় পাঁচফোড়ন আর সর্ষের তেলের গন্ধটা নাকে লাগছে।
- আজকে অনেক চাপ গেল, না?
- হু..
চোখ বন্ধ করে নাক দিয়ে শব্দ করলাম।
- গা-টা মাসাজ করে দিতে ভাল হতো, না? আমি তো অকর্মা হয়ে আছি এখন..
ঠোঁট দিয়ে চকাস আওয়াজ করে বলে হুমা।
- আরে, লাগবেনা। গোসল করে বেরোলেই শরীর চাঙ্গা হয়ে যাবে।
আমি বলি।
- হা, তুমি তো বলবাই!
বলে ঘামে তেলতেলে গালে আঙুল দিয়ে টিপে দেয়।
- শোও, মনিকে বলি একটু সেবা করুক। .. মনিইই..
গলা চড়িয়ে ডাক দেয় মনিকে।
- আহ.. মেয়েটা ঘুমাক এখন। বারোটা ভেজে গেছে প্রায়।
- ও ঘুমিয়েছে দিনে অনেক আজ। ঘুম ধরছেনা বলছিল একটু আগে।
মনি এক ডাকেই চট করে চলে এল।
- জ্বে আপা?
দরজায় অর্ধেক উদয় হল।
- তোর ভাই খুব ক্লান্ত আজ। একটু মাসাজ করে দিবি?
- হা, অবশ্যই!
হাসি দিয়ে এগিয়ে আসে মেয়েটা। আমার চোখ লেগে আসছিল, খুলেই ওকে দেখলাম।
হুমা গলা বাড়িয়ে শার্টের বোতাম খুলতে শুরু করেছে। ফ্যানের বাতাস সরাসরি লোমশ বুকে পড়তে বেশ ভাল লাগল।
- ভাইয়ের বেল্টটা খোলতো মনি।
- না, আমি খুলি।
চট করে বেল্ট ধরে ফেললাম। মনিকে দিয়ে খোলাতে শরম লাগবে। কিন্ত প্যান্ট নামানোর জন্য হুমা আমাকে উঠতে দিলনা।
- শুয়ে থাক তুমি। শরম করোনা তো। আম্মা কি বলেছে মনে রাখো!
হুমা জোর করে ধরে রাখে আমার ঘাড়। শ্বাশুড়ি আম্মার কথা মনে পড়ে হুমার বয়ানে।
0 Comments